গাজোলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। ধৃত যুবককে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছিল গাজোল-২ নম্বর অঞ্চলের খোদ মালঞ্চা এলাকায়।
উল্লেখ্য, গতকাল আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুর পরিজনেরা। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় অভিযুক্ত শৈলেন সরেনকে। পুলিশি অভিযোগে নির্যাতিতার পরিজনেরা জানিয়েছিলেন, বাড়ি থেকে শিশুকন্যাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত যুবক। পাটের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা করানো হয় শিশুর।
Comments