ফোনে লটারির প্রলোভনে দুই লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার এক
top of page

ফোনে লটারির প্রলোভনে দুই লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার এক

প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ৷ ধৃত যুবককে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷



ধৃত যুবকের নাম অরূপ মল্লিক৷ বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার অন্তর্গত তালবাগান কলোনিতে৷ মালদার এক ব্যক্তি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, কয়েকদিন আগে তিনি লটারি টিকিট কিনেছিলেন৷ এক ব্যক্তি তাঁকে ফোনে জানায়, তিনি লটারিতে ২৫ লক্ষ টাকা জিতেছেন৷ তবে সেই টাকা নেওয়ার জন্য তাঁকে ২ লক্ষ টাকা টিডিএস বাবদ একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে৷ ওই ব্যক্তির কথামতো তিনি সেই টাকা জমা করে দেন৷ এরপরেই ওই মোবাইল বন্ধ করে দেওয়া হয়৷ বারবার ফোন করে ফোন বন্ধ থাকায় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি।


অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ অরূপ মল্লিককে গ্রেফতার করে৷ অরূপের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তবে অরূপের দাবি, তাঁর শ্যালকের কাছে তার ব্যাংকের পাশবই ছিল৷ সে তার ব্যাংক অ্যাকাউন্ট প্রতারণার কাজে ব্যবহার করে থাকলেও থাকতে পারে৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page