top of page

আম বাগান থেকে উদ্ধার যুবতি, চাঞ্চল্য ইংরেজবাজারে

আম বাগান থেকে যুবতির অর্ধ অনাবৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ইংরেজবাজারের কোতওয়ালি গ্রামপঞ্চায়েত এলাকায়। ওই যুবতিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে ইংরেজবাজার থানার পুলিশ। এখনও ওই যুবতির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অসৎ উদ্দেশ্যেই ওই যুবতিকে নিয়ে আসা হয়েছিল।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন এক টোটোচালক মহিলাকে আম বাগানে ফেলে দেয়। বিষয়টি নজরে আসতেই টোটোর পেছনে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ওই টোটোচালককে ধরতে পারেননি স্থানীয়রা। পরে স্থানীয়রা লক্ষ্য করেন ওই যুবতি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাঁর শরীরের নিচের অংশ অনাবৃত। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবতিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে ইংরেজবাজার থানার পুলিশ। ওই যুবতি এলাকার বাসিন্দা নন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও ওই তরুণীর নাম পরিচয় জানা যায়নি। যুবতির বয়ানের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে ইংরেজবাজার থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page