মহরমের তাজিয়া ইলেকট্রিকের তারে লেগে তড়িদাহত হয়ে মৃত্যু যুবকের
মহরম উপলক্ষ্যে জৌলুসে তাজিয়া ইলেকট্রিকের তারে লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও নয়জন। আহতরা মিলকি গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আজ সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকির আটগামা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহরম উপলক্ষ্যে আজ সকালে মিলকি আটগামা এলাকায় জৌলুস বের হয়েছিল। হঠাৎ জৌলুসের তাজিয়া হাইভোল্টেজ তারে লেগে যায়। ঘটনায় তড়িদাহত হয় প্রায় ১০ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। মালদা মেডিকেল কলেজে এক যুবকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের নাম হাসিবুল শেখ। এদিকে, ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận