top of page

চাঁচলে বিয়ের দাবিতে ধরনায় যুবতি

স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসল প্রেমিকা৷ বিয়ে হলেই তবে ধরনা থেকে উঠবেন, নয়তো প্রেমিকের বাড়িতে গলায় দড়ি দেবেন৷ ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের মালতিপুরের চিল্লাপাড়া এলাকায়৷


ওই যুবতির নাম হেলি খাতুন৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামে৷ প্রেমিক নাসিম আখতার চেন্নাইয়ে দর্জির কাজ করেন৷ বর্তমানে চিল্লাপাড়ায় গ্রামের বাড়িতেই রয়েছেন৷ হেলি জানান, এক বছর আগে এক অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে৷ সেই থেকেই নাসিমের সঙ্গে তাঁর পরিচয়৷ ধীরে ধীরে প্রেম হয়৷ প্রেমের টানে তিনি প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছেন৷ তার সঙ্গে রাতও কাটিয়েছেন৷ এদিকে, প্রেমিকের বাবা-মা তাঁর সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি নন৷ প্রেমিক তাঁকে জানায়, সে তাঁকে নিয়ে পালিয়ে যাবে৷ গত রবিবার সে তাঁকে নিয়ে নিজের বাড়িতে আসে৷ কিন্তু তার মা তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন৷ সোমবার রাতটা তিনি প্রেমিকের বাড়ির সামনে রাস্তায় কাটিয়েছেন৷ এদিকে প্রেমিককে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন তার মা আর মামা৷ ফোনেও প্রেমিককে পাওয়া যাচ্ছে না। তাই তিনি প্রেমিককে বিয়ের দাবিতে ধরনায় বসেছেন৷ যতক্ষণ না তাঁর বিয়ে হচ্ছে, ততক্ষণ তিনি ধরনা থেকে উঠবেন না৷ আর যদি তাঁর সঙ্গে প্রেমিকের বিয়ে না দেওয়া হয়, তবে তিনি প্রেমিকের বাড়িতে ফাঁসি দেবেন৷এদিকে প্রেমিকের মা নার্গিস বিবি জানান, এই মেয়ে আর তার পরিবারের লোকজন নাসিমকে অন্য কোথাও সরিয়ে রেখেছে৷ নাসিম অসুস্থ ছিল৷ চাঁচলে ডাক্তার দেখাতে গিয়েছিল৷ এই মেয়ের পরিবারের লোকজন নাসিমকে কোথাও সরিয়ে দিয়েছে৷ নাসিমের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এই মেয়ে যদি ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে তবে এর সঙ্গেই ছেলের বিয়ে দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page