ইংরেজবাজারে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে কর্মশালা
top of page

ইংরেজবাজারে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে কর্মশালা

জলের অপচয় বন্ধ, যত্রতত্র আবর্জনা না ফেলা, প্লাস্টিক বর্জন এবং বৃক্ষরোপণের বার্তা দিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল ইংরেজবাজার পুরসভা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার আধিকারিক চন্দন গুহ, তাপস গুপ্ত সহ অন্যান্য আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।



মুখ্যমন্ত্রীর নির্দেশে মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে এই কর্মশালায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে প্রায় হাজারটি গাছের চারা বিলি করা হয়। প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ, জলের অপচয় বন্ধ, যত্রতত্র আবর্জনা না ফেলা বন্ধ করা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। পচনশীল দ্রব্য এবং অপচনশীল দ্রব্য কিভাবে রাখতে হবে, পরিবেশকে সুস্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page