top of page

জাপানে হাজার মেট্রিকটন আম রপ্তানির পরিকল্পনা

ইপরোপের দেশগুলির পর এবার লক্ষ্য জাপান। চলতি মরশুমেই ৫০০ থেকে ১ হাজার মেট্রিকটন আম জাপানে রপ্তানির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এনিয়ে শুক্রবার মালদা শহরের একটি হোটেলে কর্মশালার আয়োজন করল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এজেন্সি, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (অ্যাপেডা)। কর্মশালায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মালদা জেলা প্রশাসনও।


এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত অ্যাপেডার আধিকারিক সন্দীপ সাহা, কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসকে মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক, আইসিএআর - সিআইএসএইচ মালদা ইউনিটের প্রধান বিজ্ঞানী দীপক নায়েক, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা।


চলতি মরশুমে জিআই তকমা সহ মালদার তিন প্রজাতির আম, হিমসাগর, ফজলি ও লক্ষ্মণভোগকে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে। এবারে জাপানেও ৫০০ থেকে ১ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা স্থির করেছে সংশ্লিষ্ট সংস্থা। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে ভিএসটি সার্টিফিকেশন। জাপানে ভিএসটি সার্টিফিকেশন ছাড়া রপ্তানি সম্ভব নয়। মালদা কিংবা পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেশনের প্রযুক্তি নেই। তাই রপ্তানিযোগ্য আমগুলিকে প্রথমে উত্তরপ্রদেশে ভিএসটি সার্টিফিকেশনে পাঠানো হবে। সেখান থেকে দিল্লি হয়ে জাপানে আম রপ্তানির চিন্তাভাবনা করা হয়েছে।



সন্দীপবাবু জানান, গত বছর মালদা জেলার ১০ থেকে ১২ হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে৷ এবার আমরা তার দ্বিগুন পরিমাণ আম বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়েছি৷ রপ্তানিযোগ্য সেই আম যাতে উচ্চ গুণমানসম্পন্ন হয় তার জন্য আমাদের আজকের কর্মসূচি৷ জাপানে আম পাঠাতে গেলে ভিএসটি ট্রিটমেন্ট প্রয়োজন৷ আমেরিকা বা অস্ট্রেলিয়ায় রপ্তানির জন্য প্রয়োজন ই-রেডিয়েশন পদ্ধতিতে ট্রিটমেন্ট৷ এসব পদ্ধতি মেনে যাতে এবার এই দেশগুলিতে আম পাঠানো যায়, আমরা তারই চেষ্টা করছি৷ মালদার আম এখনও জাপানে যায় না৷ কিন্তু সেখানকার মানুষ মালদার আমের সঙ্গে পরিচিত৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page