top of page

বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে মৃত্যু শ্রমিকের

  • Feb 7, 2020
  • 1 min read

ফের শ্রমিকের মৃত্যু। হুগলি জেলার আরামবাগ এলাকায় কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। এদিন কফিনবন্দি মৃতদেহ বাড়ি ফিরে আসতেই শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদার বালুয়াটোলায়।


মৃত শ্রমিকের নাম মানিক আলি (১৯)। বাড়ি পুরাতন মালদা থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা গ্রামে। জানা গেছে, গত চার-পাঁচ মাস আগে বিদ্যুতের হাইটেনশন টাওয়ারের কাজের জন্য আরামবাগে গিয়েছিলেন মানিক। গত বুধবার টাওয়ারের চূড়ায় উঠে কাজ করছিলেন তিনি। সেই সময় অসতর্কতাবশত টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় মানিকের। আজ সকালে আরামবাগ থেকেই ময়নাতদন্তের পর কফিনবন্দি মৃতদেহ বালুয়াটোলা গ্রামে আসে। মৃতদেহ ঘরে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।



ওই গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান গুমানি শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। এরকমভাবে গ্রামের অনেক শ্রমিক (#Workman) ভিন রাজ্যে গিয়েও প্রাণ হারাচ্ছেন। এলাকার বেকার ছেলে-মেয়েদের কাজের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ।

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page