কাজ না পেয়ে বারবার ভিনরাজ্যে পরিযায়ীরা
top of page

কাজ না পেয়ে বারবার ভিনরাজ্যে পরিযায়ীরা

বারবার ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যুর কবলে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। মুখ্যমন্ত্রী নিজে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলছেন। তারপরেও কেন পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে ছুটে যাচ্ছে কাজের সন্ধানে, পরিযায়ী শ্রমিকদের থেকে সেই প্রশ্নের উত্তর নিল আমাদের মালদা।


রবিউল ইসলাম নামে পরিযায়ী শ্রমিক জানাচ্ছেন, গত বুধবার মিজোরামে দুর্ঘটনায় মালদার ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগে উত্তরপ্রদেশের ভাদোহীতে ক্লাস্টার কারখানায় বিস্ফোরণে মানিকচকের ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। একের পর এক ঘটনায় মালদার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে। কিন্তু তারপরেও আমাদের ভিনরাজ্যে কাজে যেতে হয়। কারণ, এখানে কোনও কাজ নেই। যে কাজ পাওয়া যায় তাতে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পারিশ্রমিক মেলে। এতে সংসার চালানোয় দায় হয়ে পড়ে। ছেলেমেয়ের পড়াশোনা, বাবা-মায়ের চিকিৎসার খরচ বাদ দিন। অথচ ভিনরাজ্যে কাজ করলে দৈনিক ৬০০ থেকে ৭০০ টাকা পাওয়া যায়। মাস তিনেক কোনোমতে কাজ করলেই ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরা যায়।


প্রতীকী ছবি।

একই বক্তব্য শোনা যাচ্ছে জেলার প্রায় সমস্ত শ্রমিকের মুখে। যদিও এনিয়ে পালটা কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন শাসকদলের লোকজন। শাসকদলের দাবি, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় শ্রমিকদের ভিনরাজ্যে কাজে যেতে হচ্ছে। এসমস্ত ঘটনায় দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page