জেলাপরিষদের পদ নিয়ে অসন্তুষ্ট কর্মীরা, অবরোধ করে বিক্ষোভ
top of page

জেলাপরিষদের পদ নিয়ে অসন্তুষ্ট কর্মীরা, অবরোধ করে বিক্ষোভ

জেলাপরিষদের স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। জেলা সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ রতুয়ায়। বিক্ষোভকারীরা দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন, জেলা তৃণমূলের সভাপতি। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।


আজ দুপুরে রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, স্থানীয় নেতা শামসুল হক গত পাঁচ বছরে দায়িত্বের সঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার তাঁকে পদ দেওয়া হয়নি। জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি টাকার বিনিময়ে পদ বণ্টন করেছেন। নিজের ছেলেকে পদ দিয়েছেন। এরই প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।



যদিও রহিম বক্সির দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো কাজ করা হয়েছে। যারা চক্রান্ত করে এধরণের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে তারা কেউ আমাদের দলের কর্মী নয়।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page