top of page

মুম্বইয়ে নিহত শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল রতুয়ায়

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল রতুয়ায়। গতকাল সন্ধেয় ওই শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে ফিরে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।



মৃত শ্রমিকের নাম শেখ তাজুল (৪২)। রতুয়া-১ ব্লকের ভাদো গ্রামে স্ত্রী লাইলি বিবি ছাড়াও পরিবারে রয়েছে এক মেয়ে ও চার ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০ দিন আগে মুম্বইয়ে শ্রমিকের কাজ করতে যান শেখ তাজুল। গত মঙ্গলবার কাজ করতে গিয়ে চারতলা বিল্ডিং থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল সন্ধেয় তাঁর মৃতদেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির। মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে সরকারি অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page