শ্রমিককে খুন করে করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ
শ্রমিককে খুন করে করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য গাজোলে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
মৃত শ্রমিকের নাম রঞ্জিত মণ্ডল (৪২)। বাড়ি মানিকচকের নওদা হড্ডাটোলা এলাকায়। জানা গিয়েছে, এলাকার ১৩ জন শ্রমিকের সঙ্গে গাজোলের বুড়িদহ এলাকায় সরষে তোলার কাজে এসেছিলেন রঞ্জিতবাবু। গত ১৭ ফেব্রুয়ারি খাওয়ার পর থেকে রঞ্জিতবাবুর আর খোঁজ পাননি সহকর্মীরা। অনেক খোঁজ করেও হদিশ না মেলায় গাজোল থানায় মিসিং ডায়ারি করা হয়। অবশেষে এলাকা থেকে সামান্য দূরে একটি জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে রঞ্জিতবাবুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments