গ্রুপ লোন না পেয়ে ব্লক অফিসে বিক্ষোভ আদিবাসী মহিলাদের
আদিবাসী সংঘের টিএসপি গ্রুপ লোন না পাওয়ায় বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ আদিবাসী মহিলাদের। যাত্রাডাঙা অঞ্চলের মহিলাদের এই বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্লক অফিস সংলগ্ন এলাকায়।
আদিবাসী মহিলাদের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী জনসাধারণের জন্য আদিবাসী সংঘের টিএসপি গ্রুপ লোন সাত মাস আগে বরাদ্দ হলেও এখনও তা দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে ব্লক অফিসে জানতে চাওয়া হলে ব্লক অফিস থেকে জানানো হচ্ছে, বিডিওর বদলি হয়ে যাওয়ায় লোন দিতে দেরি হচ্ছে। দীর্ঘদিন ধরে একই কথা শুনছেন তাঁরা। বাধ্য হয়ে লোনের দাবিতে আজ তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments