পিস্তল নিয়ে খেলা, গুলিবিদ্ধ বউদি
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 25, 2022
- 1 min read
বউদিকে পিস্তল দেখাতে গিয়ে দুর্ঘটনাবশত দেওরের হাত থেকে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন বউদি। তড়িঘড়ি তাঁকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দেওরকে। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের নারায়ণপুরে।
গুলিবিদ্ধ ওই বধূর নাম সাহেবা খাতুন (১৮)। স্বামী সারিউল শেখ পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সাহেবার সঙ্গে পিস্তল নিয়ে খেলা করছিল তার দেওর সাইদুল্লা হক। সেসময় অসাবধানতাবশত গুলি চলে যায়। গুলিবিদ্ধ হন সাহেবা। তড়িঘড়ি তাঁকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয়। আজ দুপুরে তাঁকে কলকাতা রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।
নার্সিংহোমের চিকিৎসক সত্যনারায়ণ শর্মা জানান, গুলিটি আহত বধূর বুকের ভিতরে এখনও আটকে রয়েছে। এখানে বুকের সার্জারি করার পরিকাঠামো নেই। তাই তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। তবে ওই বধূ বর্তমানে স্থিতিশীল।
[ আরও খবরঃ বৈষ্ণবনগরে বজ্রাঘাতে মৃত্যু ব্যবসায়ীর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments