top of page

করোনার টিকা নিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত মহিলা

করোনার টিকা নিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের আইটিআই মোড় এলাকায়। মৃত মহিলার নাম মিনারানী মণ্ডল (৫০)। আহত হয়েছেন তাঁর ছেলে সাগর মণ্ডলও।


জানা গিয়েছে, করোনার টিকা নিতে ছেলের সঙ্গে মোটরসাইকেলে বুড়াবুড়িতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন তাঁরা। আইটিআই মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বালি পড়ে থাকায় মোটর সাইকেলের সামনের চাকা পিছলে রাস্তায় পড়ে যান দু’জনেই। সেই সময় মানিকচক থেকে মালদা শহরের দিকে আসা একটি বেসরকারি বাস ওই মহিলার শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তড়িঘড়ি ওই মহিলা ও তাঁর ছেলেকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। পথেই মৃত্যু হয় ওই মহিলার।


ree

এলাকার প্রাক্তন কাউন্সিলার প্রসেনজিত ঘোষ জানান, পাথর ও বালি ব্যবসায়ীরা দিনের পর দিন রাস্তার উপরে বালি পাথর রেখে যাচ্ছে। প্রশাসন এই বিষয়ে দেখছে না। ফলে রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অবিলম্বে প্রশাসনের বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page