বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে টোটো উলটে মহিলার মৃত্যু
top of page

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে টোটো উলটে মহিলার মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রী বোঝাই টোটো উলটে মৃত্যু গৃহবধূর। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দুই নাবালক সন্তান। দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ও রামপুর দুই গ্রামের মধ্যবর্তী এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।


মৃত গৃহবধূর নাম রুমা খাতুন (২৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ রুমা খাতুন তাঁর দুই নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে টোটোতে চেপে বিহারের আবাদপুর থানার মুরগাটলি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার ধারে গর্তে টোটো উলটে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীণ হাসপাতালে ভরতি করেন। কর্তব্যরত চিকিৎসকরা রুমা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে রাস্তার ধারে মাটি কেটে রাস্তা সংকীর্ণ করে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।



মৃত রুমা খাতুনের বড়ো জা সাবিনা খাতুন জানান, তিনিও ঘটনার সময় টোটোতে ছিলেন। রাস্তায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page