চলন্ত ট্রেনের দরজায় পা পিছলে মহিলার মৃত্যু
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 17, 2019
- 1 min read
Updated: Aug 12, 2020
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা যাত্রীর। বুধবার রাতে মালঞ্চপল্লী এলাকা থেকে ওই মহিলা যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।
মৃত মহিলার নাম সাইফুন বিবি (৫৫)। বাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এক নম্বর কলোনি এলাকায়। জানা গিয়েছে, গত প্রায় তিন বছর ধরে অসুস্থ ছিলেন সাইফুন বিবি। প্রতি মাসে কলকাতায় চিকিৎসার জন্য যেতেন। গতকাল রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের গতি কমতেই দরজা দিয়ে ট্রেনের বাইরে দেখতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রেল পুলিশ কর্তৃপক্ষ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Comments