top of page

মালদা স্টেশনে ইন্দ্রাণী এক্সপ্রেস থেকে উদ্ধার মহিলা যাত্রীর মৃতদেহ

ট্রেন থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়৷ বুধবার রাতে হাওড়া-ডিব্রুগড় আপ ইন্দ্রাণী এক্সপ্রেস থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে রেলপুলিশ৷ মৃত মহিলার নাম কৃষ্ণা দত্ত চৌধুরি (৫৭)৷ বাড়ি দমদমের লেকটাউনে৷


রেলসূত্রে জানা গেছে, ওই মহিলা ইন্দ্রাণী এক্সপ্রেসের বি-২ বাতানুকূল কামরায় হাওড়া থেকে এনজেপি যাচ্ছিলেন। ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ সহযাত্রীরা জিআরপি কর্মীদের পাশাপাশি খবর দেন মালদা জিআরপি থানায়৷ রাত ১২টা নাগাদ ট্রেন মালদা টাউন স্টেশনে (#MaldaTownStation) পৌঁছলে চিকিৎসকরা কৃষ্ণাদেবীকে মৃত বলে ঘোষণা করেন।



মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে রেলপুলিশ মৃত মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ঘটনা জানায়। পরিবারের লোকজন মালদার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page