ট্রেন থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়৷ বুধবার রাতে হাওড়া-ডিব্রুগড় আপ ইন্দ্রাণী এক্সপ্রেস থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে রেলপুলিশ৷ মৃত মহিলার নাম কৃষ্ণা দত্ত চৌধুরি (৫৭)৷ বাড়ি দমদমের লেকটাউনে৷
রেলসূত্রে জানা গেছে, ওই মহিলা ইন্দ্রাণী এক্সপ্রেসের বি-২ বাতানুকূল কামরায় হাওড়া থেকে এনজেপি যাচ্ছিলেন। ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ সহযাত্রীরা জিআরপি কর্মীদের পাশাপাশি খবর দেন মালদা জিআরপি থানায়৷ রাত ১২টা নাগাদ ট্রেন মালদা টাউন স্টেশনে (#MaldaTownStation) পৌঁছলে চিকিৎসকরা কৃষ্ণাদেবীকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে রেলপুলিশ মৃত মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ঘটনা জানায়। পরিবারের লোকজন মালদার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।
Komentar