দুষ্কৃতীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিলার পায়ে
লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। আক্রান্ত মহিলার নাম মর্জিনা বিবি (৫৫)। বাড়ি কালিয়াচকের গয়েশবাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
অভিযোগ, গতকাল রাতে সাজির শেখ নামে এক স্থানীয় যুবক বাক্কার শেখ নামে অপর এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি লাগে মর্জিনা বিবির পায়ে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সুজাপুর গ্রামীণ হাসপাতাল ও পরে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Commentaires