১৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, আতঙ্কে পরিবার
স্বামীকে খাবার দিয়ে মাদ্রাসায় রান্না করতে বেড়িয়েছিলেন স্ত্রী। তারপর থেকে আর খোঁজ মিলছে ২৪ বছর বয়সী ওই যুবতির। চারিদিকে খোঁজ করে স্ত্রীকে না পেয়ে দুই মেয়েকে নিয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। ওই যুবতির পরিবারের লোকেদের সন্দেহ, তাঁদের মেয়েকে খুন করে গুম করে দেওয়া হয়েছে। এই ঘটনায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হলেও খুনের কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই যুবতি। প্রায় ৯ বছর আগে এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। বর্তমানে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না৷ স্বামী ভিনরাজ্য থেকে ঘরে ফিরে এলেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যেত৷ একথা মেনে নিয়েছেন নিখোঁজ যুবতির স্বামীও। তিনি জানান, গত ১১ মে ইন্দোর থেকে বাড়ি ফিরেছি৷ তারপরেই আমি বাজারের দিকে বেরোয়। স্ত্রী মাদ্রাসায় রান্না করতে চলে যায়৷ মাদ্রায় তিনবেলায় রান্নার কাজ করত স্ত্রী। সন্ধে সাতটা নাগাদ ফেরার কথা বলে বিকেলেও মাদ্রাসায় রান্না করতে যায়। কিন্তু আর বাড়ি ফেরেনি৷ আজ পর্যন্ত স্ত্রীর খোঁজ পাইনি৷ পুলিশের কাছে মিসিং ডায়ারি করেছি৷
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ বধূকে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চলছে৷ ওই বধূর স্বামীর একটি মিসিং ডায়ারি করেছেন। তাছাড়া এই ঘটনায় আর কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments