top of page

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

টোটোচালক খুনের ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। প্রেমিককে সঙ্গে নিয়ে শ্বাসরোধ করে স্বামীকে খুনের বিষয়টি পুলিশি জেরায় স্বীকার করেছে ওই মহিলা। ধৃত মহিলাকে আজ পুলিশি হগেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ree

উল্লেখ্য, গতকাল সঞ্জয় চৌহান নামে এক টোটো চালকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দেখা যায়। পরিবারের তরফে অভিযোগ করা হয়, কেউ বা কারা ব্লেড দিয়ে ওই টোটোচালককে আঘত করে। কিন্তু সারা রাত ধরে হাসপাতালে না নিয়ে আসার ঘটনা শুনেই পুলিশের সন্দেহ হয়। দফায় দফায় জেরায় একসময় সঞ্জয়বাবুর স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল স্বামীকে খুনের বিষয়টি স্বীকার করে নেয়। এরপরেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে। জেরায় পুলিশ আরও জানতে পেরেছে, প্রেমিককে সঙ্গে নিয়েই স্বামীকে খুন করেছে প্রিয়াঙ্কা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page