top of page

ময়নাতদন্তের রিপোর্টেই সব ফাঁস, স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী

কলপাড়ে পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল স্ত্রী। ময়নাতদন্তের রিপোর্ট আসতেই সমস্ত ঘটনা পরিষ্কার। অবশেষে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী। পরকীয়া থেকেই এই ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ধৃত মহিলার প্রেমিকের যোগ রয়েছে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারী অফিসাররা। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে।


উল্লেখ্য, গত ১৪ অগাস্ট বাড়ি থেকে সুফল সাহার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশা সাহা সেই সময় দাবি করে, কলপাড়ে পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তকারী অফিসাররা আশা সাহার কথায় সন্তুষ্ট হতে পারেননি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলতে থাকে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, সুফল সাহাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তা জানতে পেরেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায় আশার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন সুফলবাবুর দাদা জ্যোতিষ সাহা। তাঁর অভিযোগের ভিত্তিতেই আশাকে গ্রেফতার করে পুলিশ।


প্রতীকী ছবি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুই নাবালক সন্তান থাকার পরও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আশা। স্ত্রীর এই অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন সুফল৷ এনিয়ে তাঁদের বিবাদ লেগেই থাকত৷ প্রায়শই দু’জনের ঝগড়া চলত৷

জ্যোতিষবাবু জানান, ভাইয়ের বাড়ি পাশেই। ভাতৃবধূর সঙ্গে একটি ছেলের অবৈধ সম্পর্ক ছিল৷ তা নিয়ে প্রায়শই ওদের বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ শোনা যেত৷ ১৪ অগাস্ট বাড়ি থেকেই ভাইয়ের দেহ উদ্ধার হয়৷ ওর স্ত্রী বলে, কলপাড়ে পড়ে গিয়ে ভাই মারা গিয়েছে৷ ওদের সঙ্গে সম্পর্ক না থাকায় প্রথমে আমি কোনও অভিযোগ দায়ের করিনি৷ ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে ভাইকে খুন করার কথা জানতে পেরেই খুনের অভিযোগ দায়ের করেছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page