পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য
সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হল ঋণ প্রদান কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী গোলাম রব্বানি, রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, মহকুমাশাসক (সদর) সুরেশচন্দ্র রানো সহ তৃণমূলের অন্যান্য বিধায়করা।
এদিনের অনুষ্ঠানে সংখ্যালঘু মহিলা ও পুরুষদের হাতে বিভিন্ন স্কিমে লোনের টাকা তুলে দেন গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন সহ উপস্থিত অতিথিরা। আজ ২৭৭ টি গ্রুপের ৩০৭৮ জনকে মোট ৭.১৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়। গোলাম রব্বানি জানান, ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের ফিরিয়ে এনে ব্যবসার মাধ্যমে স্বনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও লোনের ব্যবস্থা করা হবে।
[ আরও খবরঃ বিকট শব্দের সাইলেন্সর! ধরপাকড় অভিযানে নামছে পুলিশ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments