রাম নবমীর মিছিলে দেখা গেল অস্ত্র, রাজনৈতিক বিতর্ক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 17, 2024
- 1 min read
রাম নবমীতে মাতল মালদা শহর। তীব্র দাবদাহের মধ্যে কয়েকহাজার লোক মালদা শহরের রাস্তায় রাম নবমীর মিছিলে সামিল হয়। মিছিলে পা মেলান বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিও। মিছিলে কিছু যুবককে অস্ত্র নিয়ে নাচানাচি করার ছবিও দেখা গিয়েছে। আর এনিয়ে একে অপরকে আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি।
তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, আজ মালদা শহরে রান নবমীর মিছিল বেরোয়। মিছিলে বিজেপির প্রার্থী সহ নেতৃত্বরাও অংশ নিয়েছিল। সেই মিছিলেই একাধিক অস্ত্র দেখা গিয়েছে। আসলে বিজেপি এখানে উত্তরপ্রদেশের সংস্কৃতি আনতে চাইছে। ভোটের আগে ধর্মীয় মিছিল রাজনৈতিক রং লাগিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে।
বিজেপি নেতা অম্লান ভাদুড়ি বলেন, নিয়ম মেনেই রাম নবমীর মিছিল হয়েছে। মিছিলে কোনো অস্ত্র ব্যবহার হয়নি। তৃণমূল এসব ধর্মীয় মিছিল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments