অধরা চাকরি, অনশনে আর্সেনিকমুক্ত জল প্রকল্পে জমিদাতারা
top of page

অধরা চাকরি, অনশনে আর্সেনিকমুক্ত জল প্রকল্পে জমিদাতারা

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক চলাকালীন চাকরির দাবিতে ধরনা অনশনে বসলেন পিএইচইতে জমিদাতারা। প্রতিশ্রুতি মতো চাকরি না পাওয়া পর্যন্ত মানিকচক ব্লকের মথুরাপুর পিএইচই দফতরের সামনে ধরনা-অনশন চলবে বলে দাবি করেছেন অনশনকারীরা।


জানা গেছে, ১৯৯৬ সালে মানিকচক জুড়ে পানীয় জলের সমস্যা দূর করতে তৎকালীন বামফ্রন্ট সরকার আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প তৈরির উদ্যোগ গ্রহণ করে। প্রকল্প বাস্তবায়িত করতে জমির জন্য প্রশাসন এলাকাবাসীর কাছে আবেদন করে। সেই সময় মথুরাপুর ধরমুটোলা এলাকার ১৩টি পরিবার এগিয়ে আসে জমিদানের জন্য। প্রায় ৪০ বিঘা জমির উপর নির্মাণ করা হয় আর্সেনিকমুক্ত পানীয় জলের পিএইচই দফতর। অনশনকারীদের অভিযোগ, জমি দানের বিনিময়ে ওই পরিবারগুলিকে চাকরির আশ্বাস দেওয়া হলেও এখনও তাঁরা চাকরি পাননি। অবশেষে চাকরির দাবিতে তাঁরা এই ধরনা-অনশনের পথ বেছে নিয়েছেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page