top of page

জমা জলে সমস্যায় আইহো গ্রামপঞ্চায়েতের একাধিক এলাকা

জেলা জুড়ে সেভাবে বৃষ্টিপাত না হলেও গত দুদিনের বৃষ্টিতে জমা জলে সমস্যায় পড়েছেন আইহো গ্রামপঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বিষাক্ত সাপ আর পোকামাকড়ের আতঙ্কে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতিতে অবিলম্বে জমা জল বের করার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা৷ এলাকা পরিদর্শনের পর পাম্প ব্যবহার করে জল নিকাশির চেষ্টা চালাচ্ছে স্থানীয় পঞ্চায়েত।


গত দুদিনের বৃষ্টিতে হবিবপুর ব্লকের আইহো গ্রামপঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দ পল্লি, সোনামনিতলা, স্ট্যান্ডপাড়া এলাকায় জল জমে গিয়েছে। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা খুব খারাপ৷ সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়৷ বাচ্চাদের কোলে নিয়ে স্কুলে যেতে হয়। মহিলাদের বাইরে বেরোনো সমস্যা হয়ে দাঁড়ায়। যখনই একটু বেশি বৃষ্টি হয় তখনই এলাকার বাসিন্দাদের এই সমস্যায় পড়তে হয়।



এক স্থানীয় বাসিন্দা ভরত মণ্ডল জানান, সামান্য বৃষ্টিতেই গোটা এলাকায় জল জমে যায়৷ সেখানে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হওয়ায় যা পরিস্থিতি হয়েছে তা বলে বোঝানো মুশকিল। আপাতত তিনটি পাম্প বসিয়ে জমা জল বের করার কাজ চলছে। তবে পাম্প বসিয়ে এই সমস্যার সমাধান হবে না৷ যতবার বৃষ্টি হবে, ততবার এলাকায় জল জমবে৷


আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল জানান, গোটা এলাকা পরিদর্শন করেছি। কিছু জায়গায় জল জমে রয়েছে৷ আপাতত তিনটি পাম্প মেশিন ব্যবহার করে জমা জল বের করে দেওয়ার চেষ্টা করছি৷ নিকাশির জন্য কিছু জায়গায় ড্রেন হয়েছে৷ কিছু জায়গায় নতুন করে ড্রেন তৈরি করা হবে৷ এলাকার সঠিক নিকাশি ব্যবস্থার জন্য বড়সড় পরিকল্পনা প্রয়োজন৷ এনিয়ে পঞ্চায়েত সদস্য, আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page