জলস্তর বাড়তেই গঙ্গায় ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 29, 2022
- 1 min read
বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর। জলস্তর বাড়তেই ফের ভাঙন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে কালিয়াচক-৩ ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। তবে এখনও বাড়িঘরের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছে স্থানীয় ব্লক প্রশাসন। বিষয়টির দিকে নজর রাখছে জেলা প্রশাসনও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎ শোভাপুর পারদেওনাপুর গ্রামপঞ্চায়েতের মণ্ডলপাড়া ও খোঁজপাড়ায় গঙ্গার ভাঙন শুরু হয়। ভাঙনে তলিয়ে যায় কয়েকটি গাছ ও খানিকটা জমি। স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল হঠাৎ গঙ্গার ভাঙন শুরু হয়। প্রায় ৪০০ মিটার এলাকা জুড়ে ভাঙন চলে। বিষয়টি রাতেই বিডিও ও সেচ দফতরকে জানানো হয়। ভাঙনের খবর এলাকায় চাউর হতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই বাড়ি ঘর সরানোর প্রস্তুতি শুরু করেছেন। গ্রামপঞ্চায়েতের প্রধান জানান, গঙ্গার জলস্তর বৃদ্ধিতে সামান্য ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে এখনও বাড়িঘরের কোনও ক্ষতি না হলেও বেশ কিছু বাড়ি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তারা বাড়িঘর সরানোর প্রস্তুতি শুরু করেছেন।
[ আরও খবরঃ বকেয়া বেতনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল আশাকর্মীরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments