top of page

‘কন্যাশ্রী’দের আত্মরক্ষার কৌশল শেখাতে যোদ্ধা প্রশিক্ষণ

  • Dec 20, 2019
  • 1 min read

কন্যাশ্রী যোদ্ধা প্রশিক্ষণের সূচনা হল মালদার কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে। এই প্রশিক্ষণে ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয়। এদিন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর চৈতালি সরকার, তাইকোন্ডো ক্যাম্প অফ বেঙ্গল কোচ রামাশীষ দাস সহ অন্যান্যরা।



উদ্বোধনী অনুষ্ঠানের পর ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রশিক্ষণ কোচ রামাশীষ দাস। এই বিষয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। তাই এই প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী যোদ্ধা। এই প্রশিক্ষণ নিয়ে ছাত্রীরা নিজেদের আত্মরক্ষা করতে পারবে। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার প্রতিটি বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হবে বলেও তিনি জানান। বিনামূল্যে তাইকোন্ডো ক্যাম্প অফ বেঙ্গল ছাত্রীদের এই প্রশিক্ষণ দিবে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page