Search
মালদা জেলায় প্রথম চালু ওয়ারেন্ট ট্র্যাকিং সিস্টেম
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 7, 2021
- 1 min read
মালদা জেলাতে প্রথম চালু হল ওয়ারেন্ট ট্র্যাকিং সিস্টেম। আজ এই সিস্টেম সহ একগুচ্ছ প্রকল্পের উদবোধন করেন আইজি ডিপি সিং। উপস্থিত ছিলেন ডিআইজি প্রবীণকুমার ত্রিপাঠী, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য আধিকারিকরা।
আজ দুপুরে পুলিশ লাইনে বেশ কিছু নবনির্মিত বিল্ডিংয়ের আনুষ্ঠানিক উদবোধন করেন আইজি। মহিলা পুলিশ ব্যারাক, মহিলাদের রূপচর্চার জন্য সেলুন, টয়লেট, অফিসারদের বিশ্রাম ঘর সহ আরও বেশ কিছু নবনির্মিত বিল্ডিংয়ের উদবোধন করা হয়। পাশাপাশি আইজি ও ডিআইজিকে ওয়ারেন্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার ওই কার্যকারীতা বিস্তারিতভাবে জানান পুলিশ সুপার।
উত্তরবঙ্গের আইজি ডিপি সিং জানান, আজ মালদা জেলায় ওয়ারেন্ট ট্র্যাকিং সিস্টেমের উদবোধন হল। এই সিস্টেমের মাধ্যমে ছোটো ছোটো টেকনিক্যাল সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যাবে। এই সিস্টেম একমাস দেখার পর বাকি জেলাগুলিতেও চালু করা হবে। মালদাতে নতুন থানার প্রোপোজাল আছে। তবে এটা টাইম টেকিং প্রসেস।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments