ভোট বয়কটের পোস্টার ঘিরে চাঞ্চল্য চাঁচলে
top of page

ভোট বয়কটের পোস্টার ঘিরে চাঞ্চল্য চাঁচলে

পঞ্চায়েত ভোটের জোর প্রস্তুতি শুরু হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে জেলায়। এরই মধ্যে চাঁচল মহকুমার থানা পাড়া এলাকায় ভোট বয়কটের পোস্টার ঘিরে চাঞ্চল্য।


ভোট বয়কটের কারণ হিসেবে পোস্টারে লেখা রয়েছে, ড্রেন ও নিকাশি ব্যবস্থার কোনও কাজ হয়নি, প্রতিশ্রুতির পরেও কাঁচা মাটির রাস্তা পাকা হয়নি, ভোটে জেতার পরে টাকার জন্য দল পরিবর্তন এবং এলাকায় ইলেকট্রিক পোলে কাজ না হওয়া।



শুধু ভোট বয়কটের পোস্টার নয় শনিবার সকালে এনিয়ে পাড়ায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তা কাঁচা। নিকাশি ব্যবস্থার বেহাল দশা। এলাকায় পর্যাপ্ত পথবাতি নেই। থানাপাড়া থেকে ঢিল ছড়া দূরত্বেই রয়েছে ব্লক এবং পঞ্চায়েত দপ্তর। তারপরেও কাজ না হওয়ায় এবার ভোটবয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের দিকে অভিযোগের সুর চড়িয়েছেন শাসক ও বিরোধী শিবির।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page