বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মালদার রাস্তায় বিশ্ব হিন্দু পরিষদ
বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের বিরোধিতায় মালদা শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। সারা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় সংগঠনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের বালুচর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। খোল করতাল এবং হাতে গেরুয়া ঝাণ্ডা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার কর্মী-সমর্থক। মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা শহরের প্রাণ কেন্দ্রে ফোয়ারা মোড়ে এসে জমায়েত করে। সেখানে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এই মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রুখতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল শহরজুড়ে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments