পানীয় জলের দাবিতে বিক্ষোভ রতুয়ায়
এলাকার মানুষকে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের জন্য কাহালা আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্প দীর্ঘদিন আগে চালু হলেও তিনটি গ্রামে জল সরবরাহ নেই। সাধারণ পাইপ লাইনের অপরিস্রুত জলের সরবরাহও প্রায় ৬ মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়া, প্রধান পাড়া আর সবজি পাড়ায় এখনও আর্সেনিক মুক্ত পানীয় জলের সরবরাহ নেই বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনটি গ্রাম মিলিয়ে অন্তত ৬০০ পরিবারের বাস৷ অথচ এই এলাকাগুলোতে পানীয় জলের সরবরাহ করা হয়নি।
স্থানীয় বাসিন্দা শেখ তাহের জানান, শৈলেন সরকারের আমলে গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপ লাইন বসেছিল৷ ১৫ বছর হয়ে গেলেও এখনও পরিস্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না৷ এখনও আমাদের পুকুর কিংবা নলকূপের জল পান করতে হচ্ছে৷ পুকুরের জল খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ছে৷ কবে পাইপ লাইনের জল পাব জানি না৷ প্রশাসনকে বারবার এনিয়ে বলা হলেও কোনও কাজ হয়নি।
বিডিও রাকেশ টোপ্পো জানান, সব জায়গায় নতুন পাইপ লাইনের কাজ চলছে৷ সেই কাজ শেষ হলেই সমস্ত গ্রামে পরিস্রুত পানীয় জলের সরবরাহ হবে। ওই তিনটি গ্রামের বিষয়টি জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি৷ সেখানে দ্রুত আর্সেনিকমুক্ত পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments