top of page

জলের অপচয় রুখতে সরব গ্রামবাসী

Updated: Aug 17, 2020

একদিকে জল সংরক্ষণে সরকারের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে, অন্যদিকে গ্রাম্য এলাকায় উলটো ছবি ধরা পড়ছে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় জল অপচয়ের ছবি ধরা পড়েছে। পানীয় জল অপচয়ের দৃশ্য দেখে চুপ থাকেননি এলাকাবাসীরা। জল অপচয় রুখতে ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।


Harishchandrapur

এলাকাবাসীর দাবি, দেশের বিভিন্ন রাজ্যে জল সংকট তৈরি হয়েছে। রাজ্য সরকার জল সংরক্ষণের সচেতনতা শিবির করছে। অথচ পিএইচই থেকে বসানো কলগুলো থেকে জল নষ্ট হচ্ছে। কোথাও পাইপ লাইনে কল নেই। কোথাও কলগুলি খারাপ হয়ে রয়েছে। প্রশাসনের অবহেলাতেই প্রতিদিন পানীয়জল নষ্ট হচ্ছে। এভাবে জল অপচয় চলতে থাকলে পশ্চিমবঙ্গেও চেন্নাইয়ের মতো জল সংকট দেখা যাবে।


বিডিও অনির্বাণ বসু বলেন, প্রশাসনিকভাবে এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে তিনি বিষয়টি জানতে পেরেছেন। পানীয় জল অপচয় রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page