top of page

প্রকাশ্যে গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল, গ্রেফতার তৃণমূল নেতা

দিনে-দুপুরে গ্রামের বুকে গুলি চালাচ্ছে স্বয়ং তৃণমূলের গ্রামপঞ্চায়েত প্রধানের দেওর তথা তৃণমূল নেতা। এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়োকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে যে যুবক গুলি চালাচ্ছেন তিনি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-২ গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান তোরিনা খাতুনের দেওর। ভিডিয়ো ভাইরাল হতেই প্রধানের দেওর আরজাউল হককে পুলিশ গ্রেফতার করেছে। আরজাউল এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। দিন কয়েক আগেই ওই গ্রামপঞ্চায়েতের কাতলামারি এলাকায় বাশির ও উনসাহাক দুই গোষ্ঠীর বিবাদে দুই জন গুলিবিদ্ধ হয়। সেই ঘটনার রেশ না কাটতেই তৃণমূল নেতার প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নতুন করে অস্বস্তিতে ফেলেছে জেলা তৃণমূল নেতৃত্বকে।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page