top of page

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে মালদায় একতা দৌড়

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে একতার জন্য দৌড় কর্মসূচি পালন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে মালদা শহরের নেতাজি মোড়ে স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি র‍্যালি মালদা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি’র কর্মী-সমর্থকরা।



খগেন মুর্মু জানান, সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবসে প্রতিবছর জেলা বিজেপি’র পক্ষ থেকে একতার জন্য দৌড়ের আয়োজন করা হয়। জেলার মানুষের মধ্যে ঐক্য স্থাপন করতে দিনটিকে পালন করা হয়। এই একতার জন্য দৌড়ে বিজেপি’র কর্মী-সমর্থক ছাড়াও বহু মানুষ অংশগ্রহণ করেছেন।

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page