জমিতে স্প্রে করতে ড্রোনের ব্যবহার মালদাতেও
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 22
- 1 min read
এবার কৃষিক্ষেত্রে বিপ্লব আসতে চলেছে মালদা জেলায়। সেই বিপল্বের সূচনা যেন হয়ে গেল মঙ্গলবার। অতিরিক্ত জেলাশাসক সহ কৃষিদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কৃষিক্ষেত্রে ব্যবহারের উপযোগী ড্রোনের ব্যবহার শেখানো হয় চাষিদের।
পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার চাষি শ্রীদাম সরকার৷ কৃষি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে রাজ্য কৃষি দপ্তরের সহযোগিতায় তিনি একটি ড্রোন কিনেছেন। এলাকার অন্যান্য চাষিদেরও প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে মঙ্গলবার দুপুরে শ্রীদামের পাশাপাশি অন্যান্যদেরও ড্রোনের ব্যবহারের প্রশিক্ষণ দেন কেরলের একটি সংস্থার কর্মীরা৷
শ্রীদাম সরকার জানান, ব্লক কৃষি আধিকারিকের উদ্যোগেই এই ড্রোন কিনেছি৷ এই ড্রোন কিনতে সরকারি ভর্তুকিও পেয়েছি৷ আমার নিজের জমিতে এই ড্রোন তো ব্যবহার করবই, এই এলাকার চাষিরাও এই ড্রোনের সুবিধে নিতে পারবেন৷ স্প্রে করা যথেষ্ট পরিশ্রমের ব্যপার। ভারী স্প্রে মেশিন ব্যবহারে অনেকেরই পক্ষাঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এই ড্রোন ব্যবহার সেই সমস্ত সমস্যার সমাধান হবে।

জেলা কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ বর্মন জানান, ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন প্রকল্পে এই ড্রোনের দাম সাত লক্ষ টাকা৷ এর মধ্যে কৃষি দপ্তর তিন লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছে৷ এরপরেও যদি কোনও কৃষক ব্যাংক থেকে ঋণ নিতে চান, তবে এগরিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় তাঁকে সরকারিভাবে সেই সুবিধে করে দেওয়া হবে৷ এই ড্রোন ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি আসবে। খুব অল্প সময়ে কীটনাশক কিংবা তরল সার স্প্রে করা যাবে। এই ড্রোনের মাধ্যমে ১০ বিঘা জমি আধ ঘণ্টার মধ্যে স্প্রে করা যায়। এই ড্রোন ১০ লিটার তরল একেবারে স্প্রে করতে সক্ষম। ড্রোনের প্রস্তুতকারক কোম্পানির লোকজন আজ প্রশিক্ষণ দিচ্ছেন৷ এই ড্রোনের কার্যকারিতা দেখতে এলাকার চাষিরাও এসেছেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments