কয়েক কোটির সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
- আমাদের মালদা ডিজিট্যাল
- 24 hours ago
- 1 min read
সরকারি জমি দখলের অভিযোগ খোদ জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসির বিরুদ্ধে। এনিয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আরএসপির মালদা জেলা সম্পাদক।
আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে লিখিত অভিযোগে জানান, গনি খান চৌধুরী রাজ্যের সেচমন্ত্রী থাকাকালীন রতুয়া ১ নম্বর বিডিও অফিসের সামনে সেচ দফতরের জায়গায় একটি অফিস সহ বাংলো তৈরি করেছিলেন৷ সেই জায়গায় পার্কিং জোনও ছিল৷ পরবর্তীতে চারদিক পাঁচিল দিয়ে ঘেরা সেই বাংলো এবং অফিস পরিত্যক্ত হয়ে যায়৷ বাম জমানায় ২০০৮-১০ সাল পর্যন্ত রাজ্যের সেচমন্ত্রী ছিলেন সুভাষ নস্কর৷ তাঁর অনুমোদনক্রমে ওই জমিটি লিজ নেন বর্তমানে মালতিপুরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি৷ তিনি নিজের এনজিও নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির নামে জমিটি লিজ নিয়েছিলেন৷ ২০১১ সালে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন রহিম বক্সি। এরপর আর তিনি লিজের পুনর্নবীকরণ করাননি৷ লিজ না থাকলেও তিনি সরকারি জমি ও বাড়ি দখল করে রাখেন৷ পরবর্তীতে তিনি ওই জমিতে নিজের কিন্ডারগার্টেন স্কুল খুলে ব্যবসা শুরু করে দেন৷ ২০১৯ সালে রহিম সাহেব তৃণমূলে যোগদান করেন৷ তৃণমূল যোগদান করেই বিএল অ্যান্ড এলআরও অফিসের মাধ্যমে বেআইনিভাবে নিজের এবং তাঁর স্ত্রীর নামে ওই জমির দলিল বানিয়ে নেন৷

এনিয়ে আবদুর রহিম বকসি জানান, ওনার কোনও কাজকর্ম নেই৷ ওনার দলের অবস্থাও ভালো নয়। মস্তিষ্ক বিভ্রাটে উনি ভুলভাল কথা বলছেন৷ প্রশাসন নিরপেক্ষ করে সত্যতা সকলের সামনে আনুক।
রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আরএসপির তরফে একটি লিখিত অভিযোগ এসেছে৷ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments