অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর, তদন্তে পুলিশ
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়ার শ্রীপুর হল্টের থেকে সামান্য দূরে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রেলপুলিশ।
মৃত গৃহবধূর নাম মাধবী মুসহর (২১)। বাড়ি রতুয়া থানার ঝগড়াপাথার এলাকায়। আজ সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রেললাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। আত্মহত্যা না খুন তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। তাঁদের দাবি, বাড়িতে কারো সাথে মাধবীর কোনও ঝামেলা ছিল না।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ মেয়েকে গালিগালাজ! প্রতিবাদ করায় খুন বাবা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare