top of page

একদিনে আক্রান্ত ১৪২, রাস্তায় মাস্কহীন মুখ উদ্বেগ বাড়াচ্ছে জেলার

জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা গত মঙ্গলবার চার হাজার ছাড়িয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪২ জন৷ তার মধ্যে মালদা মেডিকেলে লালারস পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১২৬ জনের শরীরে৷ বাকি ১৬ জনের অ্যান্টিজেন টেস্টে করোনা ধরা পড়েছে৷


Unmasked Pedestrian at malda raising concerns

তবে এতকিছুতেও অনেক মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা দেখা যাচ্ছে না৷ সামাজিক দূরত্ববিধি দূরের কথা, অনেকের মুখে মাস্কও দেখা যাচ্ছে না৷ এই বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৪৪০৬। মৃত্যু হয়েছে ২৭ জনের৷ বর্তমানে জেলায় সাতশোর বেশি করোনা অ্যাকটিভ রয়েছে৷ তবে এই মুহূর্তে সংক্রমিতদের বেশিরভাগেরই বাড়িতে চিকিৎসা চলছে৷ জানা যাচ্ছে, আজ হবিবপুরের ঋষিপুর এলাকায় করোনা সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তবে এনিয়ে স্বাস্থ্য দফতরের তরফে এখনও কিছু জানানো হয়নি৷




মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন


টপিকঃ #CoronaVirus

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page