top of page

লটারিতে টাকা খুইয়ে আত্মঘাতী ব্যক্তি, অনুমান স্থানীয়দের

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা থানার কাদিরপুর এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে লটারির টিকিট। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বারবার লটারি কেটেও পুরষ্কার না মেলায় আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কাদিরপুর এলাকার বাসিন্দারা বাইপাসের একটি পেট্রোলপাম্পের পেছনে গাছে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর লটারির টিকিট উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।



স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত কুণ্ডু জানান, স্থানীয়দের থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন তিনি। মৃতদেহের পাশ থেকে প্রচুর লটারির টিকিট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page