গৌড়বঙ্গে কর্মবিরতিতে সামিল উপাচার্য-অধ্যাপক
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসারের উপর হামলার প্রতিবাদে শামিল হলেন শিক্ষক ও অশিক্ষককর্মীরা। আজ কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ দেখানো হয় বিশ্ববিদ্যালয়ে। আজ মালদা মেডিকেল কলেজ থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসারকে।
কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ দেখানো হয় বিশ্ববিদ্যালয়ে
উল্লেখ্য, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে হামলার শিকার হন ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ডি৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় গতকালই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
গতকালের ঘটনায় আজ কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। কর্মবিরতিতে সামিল হয়েছিলেন উপাচার্য স্বাগত সেনও৷ তিনি বলেন, দুষ্কৃতীদের উস্কানি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে। গতকালের ঘটনা তারই প্রমাণ। রাজীববাবুর ওপর হামলার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মী ও তাঁদের পরিবারের লোকজন আশঙ্কায় রয়েছেন। তাঁরা সকলে মিলে এই অশুভ শক্তির মোকাবিলা করবেন।
Comments