top of page

প্রবল বিক্ষোভের মুখে গেটে আটকে গেলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

বিশ্ববিদ্যালয় চত্বরে পা রাখতেই শিক্ষাকর্মীদের হাতে ঘেরাও হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিপ্লব গিরি। বৃহস্পতিবার সন্ধেয় খবর লেখা পর্যন্ত ঘেরাও হয়ে রয়েছেন তিনি। শিক্ষাকর্মীদের দাবি, দাবিপূরণ হলেই রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। নয়তো তাঁকে পদত্যাগ করতে হবে। রেজিস্ট্রার জানিয়েছে, স্থায়ীকরণের দাবি তাঁর হাতে নেই। বেতন বৃদ্ধি সহ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে।



উল্লেখ্য, দীর্ঘ একমাস ধরে নিজেদের স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। শিক্ষাকর্মীদের দাবি, এক মাস কর্মবিরতির পর রেজিস্ট্রার তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিছুদিন আগে ফের তিনি জানান কয়েকটি দাবি মানা হয়েছে তবে স্থায়ীকরণ ও রোপা দেওয়া সম্ভব নয়। এরপরের গত তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের গেটে আন্দোলন করছেন অস্থায়ী কর্মীরা।



Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page