টানা ১৩ দিনের কর্মবিরতিতে অচলাবস্থা বিশ্ববিদ্যালয়ে
top of page

টানা ১৩ দিনের কর্মবিরতিতে অচলাবস্থা বিশ্ববিদ্যালয়ে

টানা ১৩ দিন কর্মবিরতিতে বহাল রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কাজকর্ম কিছুই হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা। যদিও পড়ুয়াদের সবরকম সাহায্য করা হচ্ছে বলে দাবি করেছেন কর্মবিরতিতে শামিল কর্মীরা।



উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মীরাও। টানা ১৩ দিন ধরে তাঁদের কর্মবিরতি চলছে। সোমবারও একই ছবি দেখা গেল বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কলকাতায় গিয়েছেন রেজিস্ট্রার বিপ্লব গিরি। এই অবস্থায় সমস্যায় রয়েছেন পড়ুয়ারা। এক পড়ুয়ার অভিযোগ, গত শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ের এসেছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। আজ ফের তিনি এসে দেখেন প্রশাসনিক ভবনের সমস্ত আধিকারিকের ঘর বন্ধ। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে কোনও কাজ হচ্ছে না।


তবে পড়ুয়াদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মবিরতিতে শামিল হওয়া এক কর্মী জানান, বিশ্ব বিদ্যালয়ের কর্মীরা তিনটি দাবি নিয়ে গত ১৩ দিন ধরে কর্মবিরতিতে বহাল রয়েছেন। দুটো দাবি নিয়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ নড়াচড়া করলেও মূল দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। যতক্ষণ না অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। তবে পড়ুয়াদের সাহায্যার্থে হেল্পডেস্ক চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page