বৃষ্টি তেমন ব্যাঘাত না ঘটানোয় নির্বিঘ্নে জমজমাট ঈদ পালন
top of page

বৃষ্টি তেমন ব্যাঘাত না ঘটানোয় নির্বিঘ্নে জমজমাট ঈদ পালন

সারাদেশের পাশাপাশি জেলাবাসীও পালন করল ঈদ। শনিবার সকালে জেলার বিভিন্ন ঈদগাহতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের একত্র প্রার্থনা। কোথাও জমায়েতে হয়ে কয়েকশো আবার কোথাও হাজার মানুষ নামাজ পড়ছেন। কালিয়াচকের সুজাপুরের নয়মৌজা ঈদগাহের নামাজ পড়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। একসঙ্গে প্রায় ৬৫ হাজার মানুষ আজ একত্রিত হয়ে নামাজ পড়ে করলেন দোয়া প্রার্থনা। আজ মালদা শহরের হায়দারপুরে বাঙালটুলি লেনে কয়েকশো মহিলা ও ছোট মেয়েরা একসাথে নামাজ পড়ে। পাশাপাশি শহরের স্টেশন রোডের ঈদগাহ মাঠে কয়েক হাজার মানুষ একসাথে ঈদ উপলক্ষে নামাজ পড়েন।



দক্ষিণ মালদাতে ঈদ উৎসব একপ্রকার হলেও উত্তর মালদাতে বন্যার কারণে ঈদ উৎসব অনেকটা ম্রিয়মাণ। বিশেষ করে চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও গাজোল ব্লকের অধিকাংশ ঈদগাহগুলি এখনো বন্যার জলে ডুবে থাকায় অধিকাংশ স্থানে মসজিদের ছাদে অথবা কোন উঁচু স্থানে মানুষজন বিক্ষিপ্তভাবে নামাজ পড়েছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page