অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বাংলা-বিহার সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাঁচলে। মৃতদেহের দড়িতে কোমর বাঁধা থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য দেখা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা খালে মহিলার পচা-গলা দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান কৌতুহলী জনতা। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় চাঁচল থানার পুলিশ। এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, আমাদের ধারণা দিন সাতেক আগে এই মহিলাকে খুন করা হয়েছে৷ মৃতদেহ ফুলে উঠেছে৷ দুর্গন্ধও ছড়াচ্ছে৷ খুন না হলে ওই মহিলার কোমরে দড়ি বাঁধা কিংবা মাথার চুল কেটে নেওয়ার ঘটনা ঘটত না৷
পঞ্চায়েত সদস্য চৈতু শেখ জানান,
আমার বাবা প্রথমে মৃতদেহটিকে দেখতে পান। ওই মহিলাকে এখনও শনাক্ত করা যায়নি৷ ওই মহিলা বাংলা না বিহারের বাসিন্দা তা নিয়েও সন্দেহ রয়েছে। আমাদের দাবি, পুলিশ দ্রুত ঘটনার তদন্ত করুক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments