ওল্ড মালদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
স্থানীয় ও জিআরপি পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান রেল পুলিশের কর্মীরা। প্রাথমিকভাবে রেল পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা ছিন্ন হয়ে গিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।
[ আরও খবরঃ পুলিশের নামে ভুয়ো অ্যাকাউন্ট, তোলাবাজির অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments