মাদক খাইয়ে লুট ট্রেনে, মালদা স্টেশনে অচৈতন্য অবস্থায় যাত্রী
মাদক খাইয়ে সর্বস্ব লুট এক রেলযাত্রীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা টাউন রেলস্টেশনে। অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ফারাক্কা এক্সপ্রেস আসতেই অন্যান্য যাত্রীরা সাধারণ কামরায় ওই যাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেলপুলিশকে। রেলপুলিশ ওই রেল যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই রেলযাত্রী। এখনও পর্যন্ত ওই যাত্রীর নামপরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
[ আরও খবরঃ মেয়ের বিয়ের আগে কাকার হাতে খুন বাবা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários