top of page

মহানন্দার ফেরিঘাটে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার

Updated: Sep 9, 2020

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারে। শুক্রবার সকালে ইংরেজবাজারের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর ফেরিঘাট থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷



আজ সকালে স্থানীয় বাসিন্দারা মহানন্দার ফেরিঘাটে এই অজ্ঞাত পরিচয় মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে দেহ নদীতে ভাসিয়ে দিয়েছে৷ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টার পাশাপাশি এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page