প্রথম জন্মদিনে ত্রিশিকার পাশে 'চাঁদ' মামা
এক বছরের ত্রিশিকার কাছে অমিয়বাবু যেন সত্যিই চাঁদ মামা। ভাগ্নির জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দেওয়ায় সেই গুঞ্জন এখন পরিবারের অন্দরে।
মালদার কালিয়াচকের বালুটোলা রামনগর এলাকার বাসিন্দা অমিয় সরকার। তার একমাত্র ভাগ্নি ত্রিশিকা মণ্ডলের প্রথম জন্মদিনে চাঁদে জমি কিনে উপহার দিলেন তিনি। অনেকেই অনেক উপহার দিয়েছেন। কেউ দিয়েছেন সোনা, আবার কেউ দিয়েছেন অন্য কোনো দামি উপহার। কিন্তু তিনি তাঁর ভাগ্নিকে চাঁদে জমি কিনে উপহার দিলেন। কড়েকড়ে ৬৭ মার্কিন ডলার খরচ করে সেই জমি কিনেছেন তিনি।
তিনি বলেন, নিউইয়র্কের একটি সংস্থা যারা চাঁদে জমি বিক্রি করছে বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। এরপরে সেই সংস্থার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত নথিপত্র দিয়ে ভাগ্নির জন্য জমি কিনে উপহার দেন। ত্রিশিকার মা সুচেতা সরকার জানান, তিনি ভাবতে পারেননি তাঁর দাদা এই ধরণের উপহার দেবে।
[ আরও খবরঃ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালিকা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments