গরমে স্বস্তি দিতে ট্রাফিক মোড়ে ছাতা বিলি কাউন্সিলরের
তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে শহর। এরই মধ্যে কাঠফাটা রোদ মাথায় নিয়ে কর্তব্য পালন করে চলেছেন ট্র্যাফিক পুলিশের কর্মীরা। প্রবল গরমে কর্তব্যের মাঝে খানিক স্বস্তি দেওয়ার জন্য বেশ কয়েকটি ট্র্যাফিক পুলিশ মোড়ে বড়ো ছাতা বিলি করল ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর।
আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ পোস্টঅফিস মোড়ে ট্র্যাফিক আইসি শান্তিনাথ পাঁজার হাতে প্রথমে ছাতা তুলে দেওয়া হয়। পরে দুই শহরের বেশ কয়েকটি ট্র্যাফিক মোড়ে ছাতা বিলি করেন ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর ছবি দাস ও প্রসেনজিত দাস।
প্রবল গরমে ছাতায় তলায় দাঁড়িয়ে কাজ করতে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের অনেক সুবিধে হবে বলে জানান ট্র্যাফিক আইসি শান্তিনাথ পাঁজা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
تعليقات